স্থাপিত সন:-১৯৬০ ইং।
অফিসটি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার অন্তর্গত সরোজগঞ্জ বাজারে অবস্থিত। এর পূর্বে ঝিনাইদহের সাধুহাটি ইউপি, পশ্চিমে চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউপি, উত্তরে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ও নাগদহ ইউপি এবং দক্ষিণে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউপি অবস্থিত। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে এর দূরত্ব ৮ কি:মি:। ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম।
চুয়াডাংগা সদর উপজেলা হতে ইউনিয়ন পরিষদের দুরত্ব ০৮ কিলোমিটার , যাতায়াত ব্যাবস্থা -বাস,এজিবাইক ও ভ্যান-রিকসা। লোকেশন :-চুয়াডাংগা সদর উপজেলা হতে সরোজগন্জ বাজার, সরোজগন্জ বাজার হতে কুতুবপুর ইউনিয়ন পরিষদ।
চেয়ারম্যান-কুতুবপুর ইউনিয়ন পরিষদ
বিভিন্ন প্রকার নাগরিক সেবা, উন্নয়ন সেবা, আইন সহায়তা সেবা উপর কার্যক্রম।
ক) নাগরিক সেবা
খ) উন্নয়ন সেবা
গ) আইন সহায়তা সেবা
চেয়ারম্যান-কুতুবপুর ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান-১ জন।
প্যানেল চেয়ারম্যান-৩ জন।
সংরক্ষিত আসনের সদস্য-৩ জন।
সাধারন আসনের সদস্য-৯ জন।
সচিব-১ জন।
দফাদার-১ জন।
মহল্লাদার-৯ জন।
৩নং কুতুবপুর ইউনিয়ন পরিষদ।
মো: নজরুল ইসলাম
চেয়ারম্যান
কুতুবপুর ইউনিয়ন পরিষদ
চুয়াডাংগা সদর-চুয়াডাংগা
ফোন নং-০১৭১১-১৫৯২৬২
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS