আইন-শৃংখলারক্ষাকরাএবংএবিষয়েপ্রশাসনকেসহায়তাকরা।
* অপরাধবিশৃংখলাএবংচোরাচালানদমনার্থেবিভিন্নপদক্ষেপগ্রহণকরা।
* কৃষি, বৃক্ষরোপণ, মৎস্যওপশুপালনস্বাস্থ্য, কুটিরশিল্প, সেচযোগাযোগ।
* পরিবারপরিকল্পনাকার্যক্রমেরপ্রসারঘটানো।
* স্থানীয়সম্পদেরউন্নয়নঘটানোএবংতারব্যবহারনিশ্চিতকরা।
* জনগণেরসম্পত্তিযথা-রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎইত্যাদিসংরক্ষণ।
* ইউনিয়নপর্যায়েঅন্যান্যসংস্থারউন্নয়নকার্যাবলীপর্যালোচনাকরাএবংপ্রয়োজনেউপজেলানির্বাহীঅফিসারের নিকটএবিষয়েসুপারিশকরা।
* স্বাস্থ্যসম্মতপায়খানাব্যবহারেজনগণকেউৎসাহপ্রদানকরা।
* জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুকওদুস্থদেরনিবন্ধনকরা।
* সবধরনেরশুমারীপরিচালনা।
বিভিন্নসমস্যারসমাধান, গ্রামআদালত, শালিস, উন্নয়ন, প্রকল্পবাস্তবায়ন, সরকারেরপরিকল্পনাওপ্রকল্পবাস্তবায়ন, বিভিন্নসেবাপ্রদান, নাগরিকসনদ, ওয়ারিশসনদ, মৃত্যুসনদসহবিভিন্নপ্রত্যয়নপত্রপ্রদান, নিরাপদপানিসরবরাহ, শিক্ষাকার্যক্রমপরিচালনা, আইন-শৃঙ্খলারক্ষা, রাস্তা-ঘাট, পুল-কালভার্টনির্মাণইত্যাদি।
০১। জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ।
০২। সরকারী স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের ব্যবস্থা ও রক্ষণাক্ষেণ।
০৩। জনপথ, রাজপথ ও সরকারী স্থানে আলো জ্বালানো।
০৪। সাধারণভাবে বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বিশেষভাবে জনপথ, রাজপথ ও সরকারী জায়গায় বৃক্ষরোপণ ও সংরক্ষণ।
০৫। কবরস্থান, শ্মাশান, জনসাধারণের সভার স্থান ও জনসাধারণের অন্যান্য সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা।
০৬। পর্যটকদের থাকার ব্যবস্থা ও তার রক্ষণবেক্ষণ।
০৭। জনপথ, রাজপথ ও সরকারী স্থান নিয়ন্ত্রণ ও অনধিকার প্রবেশ রোধকরণ।
০৮। জনপথ, রাজপথ ও সরকারী স্থানে উৎপাত ও তার কারণ বন্ধকরণ।
০৯। ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির তত্ত্বাবধান, স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষসাধন এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ।
১০। গোবর, রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।
১১। অপরাধমূলক ও বিপদজনক ব্যবসা নিয়ন্ত্রণকরণ।
১২। মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণকরণ।
১৩। পশু জবাই নিয়ন্ত্রণকরণ।
১৪। ইউনিয়নে দালান নির্মাণ ও পুণঃনির্মাণ নিয়ন্ত্রণকরণ।
১৫। বিপদজনক দালান ও সৌধ নির্মাণ নিয়ন্ত্রণকরণ।
১৬। কুয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য কাজের ব্যবস্থা করা ও সংরক্ষণ।
১৭। খাবার পানির উৎস দুষিতকরণ রোধের জন্য ব্যবস্থা গ্রহণ।
১৮। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানে ব্যবহার নিষিদ্ধকরণ।
১৯।খাবার পানে জন্য সংরিক্ষিত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানেবা নিকটবতী স্থানে গোসল, কাপড় কাঁচা বা পশু গোসল করানো নিষিদ্ধকরণ বানিয়ন্ত্রণকরণ।
২০। পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।
২১। আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধকরণ।
২২। আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।
২৩। আবাসিক এলাকায় ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।
২৪। গৃহপালিত পশু বা অন্যান্য পশু বিক্রয়ের ঐচ্ছিক তালিকা প্রণয়ন।
২৫। মেলা ও প্রদর্শনীর আয়োজন।
২৬। জাতীয় উৎসব পালন।
২৭। অগ্নি, বন্য, শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় প্রয়োজনীয় তৎপরতার ব্যবস্থাকরণ।
২৮। বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের সাহায্যকরণ।
২৯। খেলাধুলার উন্নতিসাধন।
৩০। শিক্ষা ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়নসাধন ও উৎসাহ প্রদান।
৩১। বাড়তি খাদ্য উৎপাদের ব্যবস্থা গ্রহণ।
৩২। পরিবেশ ব্যবস্থাপনার কাজ।
৩৩। গবাদিপশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাকরণ।
৩৪। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরণ।
৩৫। গ্রন্থাগার ও পাঠাগারের ব্যবস্থাকরণ।
৩৬। ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারণ।
৩৭। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে শিক্ষার মান উন্নয়নে সাহায্যকরণ।
৩৮। ইউনিয়নের বাসিন্দাদের উন্নয়ন, স্বাস্থ্য, নিরাপত্তা,, আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস