Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগযোগ ও অফিস পরিচিত

যোগাযোগ ও অফিস পরিচিতি

 

অফিসের সাধারণ পরিচিতি।

স্থাপিত সন:-১৯৬০ ইং।

অফিসটি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার অন্তর্গত সরোজগঞ্জ বাজারে অবস্থিত। এর পূর্বে ঝিনাইদহের সাধুহাটি ইউপি, পশ্চিমে চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউপি, উত্তরে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ও নাগদহ ইউপি এবং দক্ষিণে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউপি অবস্থিত। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে এর দূরত্ব ৮ কি:মি:। ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম। 

 

যোগাযোগ

চুয়াডাংগা সদর উপজেলা হতে ইউনিয়ন পরিষদের দুরত্ব ০৮ কিলোমিটার , যাতায়াত ব্যাবস্থা -বাস,এজিবাইক ও ভ্যান-রিকসা। লোকেশন :-চুয়াডাংগা সদর উপজেলা হতে সরোজগন্জ বাজার, সরোজগন্জ বাজার হতে কুতুবপুর ইউনিয়ন পরিষদ।

 

দপ্তর প্রধানের নাম

চেয়ারম্যান-কুতুবপুর ইউনিয়ন পরিষদ

 

অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরন

বিভিন্ন প্রকার নাগরিক সেবা, উন্নয়ন সেবা, আইন সহায়তা সেবা উপর কার্যক্রম।

 

কি সেবা দেওয়া হয়

ক) নাগরিক সেবা

খ) উন্নয়ন সেবা

গ) আইন সহায়তা সেবা

 

প্রধান কর্মকর্তার নাম

চেয়ারম্যান-কুতুবপুর ইউনিয়ন পরিষদ

 

পরিষদ

চেয়ারম্যান-১ জন।

প্যানেল চেয়ারম্যান-৩ জন।

সংরক্ষিত আসনের সদস্য-৩ জন।

সাধারন আসনের সদস্য-৯ জন।

 

জনবল

সচিব-১ জন।

দফাদার-১ জন।

মহল্লাদার-৯ জন।

 

অফিসেরনাম

৩নং কুতুবপুর ইউনিয়ন পরিষদ।

 

পত্র যোগাযোগের ঠিকানা

আলী আহম্মেদ হাসানুজ্জামান

    চেয়ারম্যান

কুতুবপুর ইউনিয়ন পরিষদ

চুয়াডাংগা সদর-চুয়াডাংগা

ফোন নং-০১৭১১-৩৯৮৬৫৩